বৃহস্পতিবার মধ্যরাতের আকাশে দেখা মিলবে গোলাপি চাঁদ অর্থাৎ পিঙ্ক মুনের (Pink Moon)।যারা জ্যোৎস্না রাত পছন্দ করেন তাদের জন্য আজ একেবারে আদর্শ দিন। একে পূর্ণিমা তায় মেঘ মুক্ত আকাশ। তাই মধ্যরাতের কিছু পরেই রাতের আকাশে উদয় ঘটবে ‘পিঙ্ক মুন’-এর। ইংরেজিতে পিঙ্ক শব্দের অর্থ গোলাপি হলেও আজ চাঁদের রং গোলাপি নয়, কিছুটা কমলা রং ঘেষা। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের বিশ্বাস ও সংস্কৃতি। বৃহস্পতিবার রাত ১২টা বেজে ৩৪ মিনিটে চাঁদকে পূর্ণরূপে অর্থাৎ পিঙ্ক মুন হিসেবে দেখা যাবে ।
পিঙ্ক মুন’কে উদয় এবং অস্ত যাওয়ার সময় কমলা বলে মনে হবে। পজিশনাল অ্যাস্ট্রোনমি কলকাতার বিজ্ঞানীরা জানাচ্ছেন, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পেরিয়ে আমাদের চোখে এসে পড়ে চাঁদের আলো। এ ক্ষেত্রে নীল আলোর অপেক্ষাকৃত ছোট তরঙ্গদৈর্ঘ্য বায়ুমণ্ডলের বিভিন্ন কণার সংস্পর্শে এসে বিক্ষিপ্ত হয়ে যায়। আবার তুলনামূলক দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের লালচে এবং কমলা আলো তুলনামূলকভাবে সহজেই বায়ুমণ্ডল পার করে চোখে এসে পড়ে। তাই চাঁদকে হালকা কমলা বলে মনে হয়। যার পোশাকি নাম পিঙ্ক মুন। ৬ এপ্রিলের পর আগামী ৫ মে ফের পূর্ণিমার চাঁদ চোখে পড়বে।
এপ্রিল মাসে আমেরিকার উত্তরের অঞ্চলগুলিতে ‘পিঙ্ক ফ্লক্স’ নামের একটি বনফুল ফোটে। তার আভার সঙ্গে সাযুজ্য় রেখেই এপ্রিল মাসে পূর্ণিমার চাঁদকে ‘পিঙ্ক মুন’ বলা হয়। যেমন- স্প্রাউটিং গ্রাস মুন, এগ মুন, ফিশ মুন ইত্যাদি। ইহুদিরা একে পিসাক বা পাসওভার মুনও বলে। শুক্রবার থেকে রবিবার তাদের পাসওভার নামে ছুটি থাকে। খ্রিস্টানদের মধ্যে এটিকে পাসকাল চাঁদ (Paschal Moon) বলা হয়। এই চাঁদ আসার পরই ইস্টারের তারিখ নির্ধারণ করা হয়।