ছোট থেকে নেশা শিল্পকর্মের প্রতি। লক্ষ্য সমাজের সামনে নিজেকে মেলে ধরা। ছবি আঁকার প্রতি ইচ্ছে থাকায় ছোট থেকেই শুরু হয় তার শিল্পকর্ম। পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকলেও নিজের মনের জোরকে সঙ্গী করে আজ প্রতিষ্ঠিত পিংলার বেলাড় এলাকার রাজীব ভুঁইঞা।
রাজীবের বাবা তেলেভাজার দোকান চালিয়ে সংসার চালাতেন। ছোট থেকে অভাব অনটনের মধ্য দিয়ে তার বড় হয়ে উঠা। বাবার সামান্য চপের দোকানে যেটুকু টাকা আসত তাতেই চলত সংসার, চলত ছবি আঁকা। তবে গতবছর বাবা মারা যাওয়ায় পর সমস্ত দায়িত্ব এসে বর্তেছে রাজীবের ওপর। সামান্য দোকান সামলে ছবি আঁকা শিখিয়ে যতটুকু আয় হয়, তাতেই চলে সংসার।এখন রাজীবকেই ধরতে হয়েছে সংসারের হাল।
বাড়িতে বৃদ্ধ মা রয়েছেন। অর্থনৈতিক ভাবে অসহায় রাজীবকে সামাজিক যাঁতাকলে পড়ে ছবি এঁকে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। সে অর্থে কোনও সরকারি সহযোগিতা পাননি। বর্তমানে রাজীব এলাকায় খুদে থেকে শুরু করে পড়ুয়াদের ছবি আঁকা শেখায়। অবসরে পেনসিলের লেডের কারুকার্য, পালকের উপর ছবি সহ নানান শিল্পকর্ম করে সংসার চালাচ্ছে সে। উদয়াস্ত পরিশ্রম করে যেটুকু রোজগার হয় তাতে চলছে না সংসার। পেটে টান পড়ছে, তবু ও এই শিল্পকর্ম চালিয়ে যাচ্ছে নিঃস্বব্দে। কিন্তু এই শিল্পকর্ম করে কতদিন চলবে রাজীবের সে প্রশ্ন থেকেই যাচ্ছে।