জেনারেল বিমার লাইসেন্সের আবেদন করল Paytm

1/4লক্ষ্য পুরোদমে বিমার ব্যবসায় প্রবেশ। জেনারেল ইনস্যুরেন্সের লাইসেন্সের জন্য আবেদন ফাইল করল Paytm। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla)

'আমরা সাধারণ বিমা লাইসেন্সের জন্য প্রয়োজনীয় অনুমোদন চেয়েছি। সংস্থায় আমাদের অগ্রিম ৭৪ শতাংশ সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডিং রয়েছে,' এক্সচেঞ্জ ফাইলিংয়ে এমনটাই ঘোষণা করেছে পেটিএম। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic)
2/4‘আমরা সাধারণ বিমা লাইসেন্সের জন্য প্রয়োজনীয় অনুমোদন চেয়েছি। সংস্থায় আমাদের অগ্রিম ৭৪ শতাংশ সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডিং রয়েছে,’ এক্সচেঞ্জ ফাইলিংয়ে এমনটাই ঘোষণা করেছে পেটিএম। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Dado Ruvic)
পেটিএমের সহযোগী কোম্পানি, Paytm ইনস্যুরটেক। তারা Raheja QBE জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০০ শতাংশ অধিগ্রহণের জন্য একটি শেয়ার ক্রয় চুক্তি করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
3/4পেটিএমের সহযোগী কোম্পানি, Paytm ইনস্যুরটেক। তারা Raheja QBE জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০০ শতাংশ অধিগ্রহণের জন্য একটি শেয়ার ক্রয় চুক্তি করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Bloomberg)
রবিবার অপর এক ফাইলিংয়ে, Paytm এপ্রিল মাসে তার ব্যবসার অপারেটিং আপডেট শেয়ার করেছে। One 97 জানিয়েছে, Paytm-এর মাধ্যমে ঋণের সংখ্যা বছরে ৪৪৯% বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: মিন্ট (Mint_Print)
4/4রবিবার অপর এক ফাইলিংয়ে, Paytm এপ্রিল মাসে তার ব্যবসার অপারেটিং আপডেট শেয়ার করেছে। One 97 জানিয়েছে, Paytm-এর মাধ্যমে ঋণের সংখ্যা বছরে ৪৪৯% বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: মিন্ট (Mint_Print)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.