হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হল নিখোঁজ রোগীর ঝুলন্ত দেহ। শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনায় হাসপাতালে রোগীদের নজরদারিতে উঠল প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সুত্রে জানা গেছে, মৃত রোগীর নাম
সীতারাম সাউ (৫০), বাড়ি দুর্গাপুরের গোপালমাঠে।
গত ১৪ই মার্চ ফিসচুলার সমস্যা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওয়ার্ডের ২৫ নম্বর শয্যায় ছিলেন তিনি। ১৬ মার্চ রাতে রোগীদের উপস্থিতি খতিয়ে দেখার সময় নার্স ও তাদের সহযোগীদের নজরে পড়ে ওয়ার্ডের ২৫ নম্বর শয্যার রোগী উধাও। তারপরেই খোঁজ শুরু হয় ওই রোগীর। এমন সময় ওই হাসপাতালের কর্মী হাসপাতালের শৌচাগারে গলায় গামছা দেওয়া ঝুলন্ত অবস্থায় সীতারাম বাবুকে দেখতে পান। অন্য রোগীর আত্মীয়দের সহায়তায় তাকে নামিয়ে তড়িঘড়ি সিসিইউতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় হাসপাতালের রোগীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মন্ডল জানান, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কমিটি গঠন করে তদন্ত করা হচ্ছে।”