Partha Ghosh: আবৃত্তি জগতে নক্ষত্র পতন, প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ

সাংস্কৃতিক জগতে দুঃসংবাদ। আবৃত্তি জগতে নক্ষত্রপতন। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ। বয়স হয়েছিল ৮৩ বছর। 

পরিবার সূত্রে খবর, অসুস্থতার কারণে দিন কয়েক আগে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গলায় অস্ত্রোপচার হয়েছিল। এরপর প্রবীণ বাচিকশিল্পীর শারীরির পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ছিল। আচমকা হৃদরোগে আক্রান্ত হন। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়েছিল। শনিবার ভোরে না ফেরার দেশে পাড়ি দেন তিনি।

সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাচিকশিল্পী। হাসপাতাল থেকে তাঁর দেহ দমদমের এস পি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। সকলকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দেন পার্থ ঘোষ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পরিবার-পরিজনেরা। 

গত বছরের ২৬ অগস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী তথা বিখ্যাত বাচিকশিল্পী গৌরী ঘোষের। শনিবার চলে গেলেন পার্থ। রেডিওয় উপস্থাপক হিসেবে পেশাজীবনের শুরু হয় এই আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। ‘কর্ণ-কুন্তী সংবাদ’-এর সুবাদে এক সময় পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই সময় ‘কুন্তী’র ভূমিকায় ছিলেন গৌরী এবং ‘কর্ণে’র ভূমিকায় ছিলেন পার্থ। গৌরী দেবী আগেই চলে গিয়েছিলেন, এ বার প্রয়াত হলেন বাচিকশিল্পী পার্থ ঘোষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.