মহারাষ্ট্রের নাগপুরে ভেঙে পড়ল রেলের ওভারব্রিজের একাংশ। এই দুর্ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ।
কী কারণে ওভারব্রিজটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে অ্যাম্বুল্যান্স। রবিবার বিকেল ৫টা ১০ মিনিটে নাগপুরের চন্দ্রপুরে বল্লার শাহ জংশন স্টেশনে ৬০ ফুট উঁচু ওভারব্রিজের একাংশ ভেঙে পড়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আচমকাই রেল স্টেশনে ওভারব্রিজের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনার জেরে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কত জন যাত্রী ওভারব্রিজ থেকে রেললাইনে পড়ে গিয়েছেন, তা এখনও জানা যায়নি।
ওই ওভারব্রিজটি স্টেশনের ১ নং থেকে ৪ নং প্ল্যাটফর্মের মধ্যে সংযোগকারী। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় ওভারব্রিজে বেশ কয়েক জন যাত্রী যাতায়াত করছিলেন। তবে দুর্ঘটনার সময় ওই রেলপথে কোনও ট্রেন যাচ্ছিল না। ওভারব্রিজটি অনেক পুরনো বলে দাবি করেছেন যাত্রীদের একাংশ।