প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন পরিষেবা ব্যাহত হল ব্যান্ডেল-কাটোয়া শাখায়। আপ লাইন ধরে ট্রেনগুলি ধীরে ধীরে এগোলেও, এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে পর পর দাঁড়িয়ে রয়েছে ডাউন কাটোয়া-হাওড়া এবং ডাউন কাটোয়া-ব্যান্ডেল লোকাল।
৩৭৯১২ ডাউন কাটোয়া-হাওড়া লোকাল সকাল ৫টা ১৪ মিনিটে জিরাট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৮টার পরেও গন্তব্যের উদ্দেশে রওনা দেয়নি। তার পর তিন জোড়া ট্রেন পর পর দাঁড়িয়ে পড়েছে। কিন্তু কেন এই সমস্যা? রেলের তরফে জানানো হয়েছে, ভোরের দিকে একটি হাওড়ামুখী লোকাল ট্রেন কুন্তিঘাট স্টেশন ছাড়ার সময়ে প্যান্টোগ্রাফ ভেঙে যায়। তার জেরেই এই বিপত্তি। রেল সূত্রে খবর, প্যান্টোগ্রাফ ভেঙে ডাউন লাইনে ওভারহেডের তারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
জিরাটের স্টেশন মাস্টার জানান, ডাউন লাইন বন্ধ থাকার জন্য সকালের দিকে কিছু এক্সপ্রেস ট্রেনকে আপ লাইন ধরে পাঠানো হয়েছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হতে সময় লাগবে। সকালের ব্যস্ত সময়ে ডাউন লাইনে ট্রেন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় অনেকেই দীর্ঘ ক্ষণ স্টেশনে অপেক্ষা করতে থাকেন। সকালের ট্রেনে কাটোয়া থেকে শেওড়াফুলি হাটে সব্জি নিয়ে যান কৃষকেরা। সময়ে সব্জি পৌঁছে দিতে না পারলে সেগুলি পচে যাবে বলে আশঙ্কাপ্রকাশ করেন তাঁরা।
তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানিয়েছেন, কুন্তিঘাটে প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় কাটায়ো-ব্যান্ডেল শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি।