গত কয়েক মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এশিয়া কাপে করমর্দন-বিতর্ক, দু’দলের ক্রিকেটারদের একে অপরের প্রতি অশালীন অঙ্গভঙ্গী, প্রতিযোগিতা শেষে ট্রফি-বিতর্কের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই মন জয় করলেন পাকিস্তানের এক যুবক। রবিবার মহিলাদের বিশ্বকাপের ফাইনালের আগে জাতীয় সঙ্গীত গান ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। সেই সময় পাকিস্তানের এক যুবকও ভারতের জাতীয় সঙ্গীত গান।
পাকিস্তানের ওই যুবকের নাম আরশাদ মহম্মদ হানিফ। তাঁর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রবিবারের ফাইনালের আগে যখন ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, তখন টেলিভিশনের সামনে দাঁড়িয়ে তিনিও জাতীয় সঙ্গীত গাইছেন। হানিফের সঙ্গে আরও এক যুবক ও একটি বাচ্চা মেয়ে ছিল। পরিষ্কার উচ্চারণে ‘জন-গণ-মন’ গান হানিফ।
সেই ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়ে হানিফ লেখেন, “মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হওয়ার আগে ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন সুনিধি চৌহান। এক গর্বের মুহূর্ত। আসুন, সকলে মিলে ভারতীয় দলের জন্য গলা ফাটাই। কাপ ঘরে নিয়ে এসো।”
পরে ভারত বিশ্বকাপ জেতার পর হরমনপ্রীতদের শুভেচ্ছা জানিয়েছেন হানিফ। তিনি সমাজমাধ্যমে লেখেন, “মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা। পাকিস্তান থেকে অনেক ভালবাসা পাঠালাম।”
হানিফের এই কাজের প্রশংসা করেছেন সকলে। ভারতই এশিয়ার একমাত্র দেশ যারা মহিলাদের বিশ্বকাপ জিতেছে। এই লড়াইয়ে পড়শি দেশের এক যুবক সমর্থন করেছেন। পাকিস্তানের জার্সি পরেও তিনি ভারতকে সমর্থন করেছেন। এই দৃশ্য খুব বেশি দেখা যায় না। বিশেষ করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পরে ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে সমাজমাধ্যমে কাদা ছোড়াছুড়ি হয়েছে দু’দেশের জনতার মধ্যে। সেখানে হানিফ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মত অনেকের।

