দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে বড় লাভ দিল পাকিস্তান। শান মাসুদের দল এক লাফে উঠে এল দ্বিতীয় স্থানে। তাঁরা একসঙ্গে পিছনে ফেলে দিলেন ভারত, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডকে।
লাহোরে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম ম্যাচ খেলতে নেমে ছিল পাকিস্তান। এডেন মার্করামদের ৯৩ রানে হারিয়েছেন মাসুদেরা। এই মুহূর্তে একটি টেস্ট খেলে একটিতেই জয় পেয়েছে পাকিস্তান। তাই তাদের পয়েন্ট শতাংশ (এর ভিত্তিতে প্রথম দু’দল ফাইনালে ওঠে) ১০০। অস্ট্রেলিয়াও তিনটি টেস্টের সবগুলিতে জয় পেয়েছে। তাদেরও পয়েন্ট শতাংশ ১০০। এই হিসাবে অস্ট্রেলিয়াকে ধরে ফেলল পাকিস্তান। তবে বুধবার ম্যাচ শেষ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়াই। পয়েন্ট শতাংশ সমান হলেও কম টেস্ট খেলায় দ্বিতীয় স্থানে পাকিস্তান। মঙ্গলবার পর্যন্ত পাকিস্তানের কোনও পয়েন্ট না থাকায় তারা ছিল একদম নীচে।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ় জয়ের পর ভারতের পয়েন্ট শতাংশ ৬১.৯০। শুভমন গিলেরা নেমে গিয়েছেন তালিকায় চতুর্থ স্থানে। এত দিন দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা নেমে গিয়েছে তৃতীয় স্থানে। দু’টি টেস্ট খেলা শ্রীলঙ্কার পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচটি টেস্টের পর তাদের পয়েন্ট শতাংশ ৪৩.৩৩। ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। দু’টি টেস্টের পর তাদের পয়েন্ট শতাংশ ১৬.৬৭।
দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ় এখনও কোনও টেস্ট জিততে বা ড্র করতে পারেনি। স্বভাবতই এই দু’দেশের পয়েন্ট শতাংশ শূন্য। তবে কম টেস্ট খেলায় মার্করামেরা রয়েছেন তালিকায় সপ্তম স্থানে। এক মাত্র নিউ জ়িল্যান্ড এখনও কোনও টেস্ট খেলেনি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে।