মূদ্রাস্ফীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে আমজনতার নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। বাইরের দেশ থেকে মালপত্র আসছে না। জ্বালানী তেলের দাম আকাশ ছুঁয়েছে। কোথাও কোথাও টাকা দিয়েও মিলছে ডাল, আটা, তেলের মতো জিনিসপত্র। কোথাও কোথাও মালপত্র লুঠও হচ্ছে। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
সরকারি রেশন দোকানে আসছে আটা, চাল, তেল। সেই ট্রাকের পেছনে দৌড়চ্ছেন মানুষজন। মানুষজন তা আটকে ট্রাক থেকে লুঠ করে নিচ্ছে আটা, তেল। এমনই ছবি সামনে এসেছে পেশওয়ারে। সোশ্য়াল মিডিয়ায় পাক প্রধানমন্ত্রীর মুণ্ডপাত করছেন মানুষজন।
স্বাধীনতার পর থেকে এখনওপর্যন্ত পাকিস্তানে মূদ্রাস্ফীতির হার এখন সবচেয়ে বেশি। ২২ মার্চ পর্যন্ত এই হার এখন ৪৬ শতাংশ। গত সপ্তাহে এই হার ছিল ৪৫.৬৪ শতাংশ। এই তথ্য পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিক্সটিক্সের।