২০০’র গণ্ডি ছাড়িয়ে গেল কলকাতার সংক্রমণ, রাজ্যে একদিনে মৃত ৫, মহানগরীতেই মৃত ৩

বড়দিনের জমাটি ভিড়। করোনা সতর্কতা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে জমায়েত। উৎসবের আনন্দে গা ভাসিয়েছেন আম জনতা। আর তারপরে কোভিড বুলেটিনে উদ্বেগের ছবি। রাজ্যে নতুন করে ৫৪৪জন আক্রান্ত হয়েছেন কোভিডে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫জনের। কোভিডের পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২.৪১ শতাংশ। আর শুধু কলকাতাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯জন। ২০০র গন্ডি ছাড়িয়ে গেল দৈনিক সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ৮৩জন। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৪৮জন। হুগলিতে ৩৭জন ও হাওড়ায় ৩৫জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তবে উত্তরবঙ্গে দাপট তুলনায় কিছুটা কম। সেখানে দার্জিলিং জেলায় নতুন করে ১৪জন আক্রান্ত হয়েছেন। কোচবিহার ও জলপাইগুড়িতে ৫জন করে আক্রান্ত হয়েছেন।ট্রেন্ডিং স্টোরিজ

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে ৩জনেরই মৃত্যু হয়েছে কলকাতায়। বাকি ১জন করে দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় মৃত্যু হয়েছে। তবে আশার কথা উত্তর ২৪ পরগনা ও উত্তরবঙ্গের কোনও জেলায় কোভিডে মৃত্যুর ঘটনা নেই। এদিকে বিশেষজ্ঞদের দাবি, কলকাতায় সংক্রমণ ২০০র গন্ডি ছাড়ানো কিছুটা উদ্বেগের। আর সেই উদ্বেগকে অনেকটা বাড়িয়ে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, পার্কে উপচে ওঠা ভিড়। সেক্ষেত্রে সংক্রমণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.