‘আমাদের ক‍্যাপ্টেন নিজে থেকেই বিশ্রামে’, জানালেন বুমরাহ! সিডনিতেই রোহিত অবসরে? শুরু নতুন জল্পনা

রোহিত শর্মা যে খেলবেন না তা ম্যাচের আগের দিনই বিভিন্ন সংবাদমাধ্যম লিখতে শুরু করেছিল। ভারতীয় দলের সাজঘরের খবর এখন আর সাজঘরের বন্ধ দরজার মধ্যে আটকে থাকে না। বৃহস্পতিবার যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সত্যি হল শুক্রবার। প্রথম একাদশে দেখা গেল না রোহিতকে। কিন্তু তাঁর না খেলার কারণ হিসাবে ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরাহ দিলেন অদ্ভুত যুক্তি।

টস জিতে দল নিয়ে বলতে গিয়ে বুমরাহ বললেন, “আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভাল হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়।” রোহিত বাদ পড়লেও তাঁকে সিডনিতে অধিনায়ক বলেই সম্বোধন করলেন বুমরাহ।

বেশ কয়েক দিন ধরেই ভারতীয় দলের সাজঘরের বিভিন্ন খবর প্রকাশ্যে আসছিল। শোনা যায় কোচ গৌতম গম্ভীর দুষছেন ক্রিকেটারদের। ক্রিকেটারেরা দুষছেন অধিনায়ক রোহিতকে। মেলবোর্নে হারের পরে নাকি সাজঘরেই দেখা গিয়েছে ক্ষুব্ধ কোচকে। আবার ক্রিকেটারেরা খুশি নন রোহিতের নেতৃত্ব নিয়ে। সেই সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টাই কি করলেন বুমরাহ?

সিডনি টেস্ট নেতৃত্ব দিতে নামা বুমরাহ চাপা দেওয়ার চেষ্টা করলেও তাতে খুব যে কাজ হয়েছে এমনটা নয়। কারণ রোহিত নিজেকে বসান বা দল তাঁকে বিশ্রামে পাঠাক, একটা বিষয় স্পষ্ট, তিনি ফর্মে নেই। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলেননি। পরের দু’টি টেস্টে মিডল অর্ডারে খেলে রান পাননি। মেলবোর্নে ওপেন করতে নেমেও ব্যর্থ। তিনটি টেস্ট মিলিয়ে মাত্র ৩১ রান করেছেন রোহিত। ভারতীয় দলের অধিনায়কের থেকে আর একটু বেশি আশা করাই যায়।

সিডনি টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচ টসের সময়ে সঞ্চালকের ভূমিকায় ছিলেন। তিনি বলেন, “আমি বুমরাহকে জিজ্ঞেস করার আগেই টসের সময় ও জানায়, অধিনায়ক নিজেই নিজেকে দল থেকে বাদ দিয়েছে। অধিনায়ক বলেছে, শুভমন খেললে দল বেশি শক্তিশালী হবে। এটা তখনই হয় যখন এক জন মানসিক ভাবে খেলার মতো জায়গায় থাকে না। রান থাকে না ব্যাটে। তবে অধিনায়ক হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। সেই সিদ্ধান্ত নিয়েছে রোহিত। এক জন অধিনায়ক যখন বলে, আমি বসতে রাজি, তখন সেটা খুব বড় ব্যাপার।”

তবে রোহিতের বাদ পড়া উস্কে দিয়েছে অন্য একটি জল্পনা, এ বার কি অবসরে রোহিত? চলতি সিরিজ়ে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার পর থেকেই শোনা যাচ্ছিল এই সিরিজ় শেষে আরও এক জন ভারতীয় ক্রিকেটার অবসর নিতে পারেন। সিডনি টেস্টের পর ভারতের পরবর্তী লাল বলের ম্যাচ জুন মাসে। তত দিনে রোহিতের বয়স ৩৮ বছর হয়ে যাবে। লাল বলের ক্রিকেটে তাঁকে আর দেখা যাবে কি না তা নিয়েই চর্চা শুরু হয়ে যায় ধারাভাষ্যকারদের মধ্যে। বাদ যাননি শাস্ত্রীও।

রোহিত সম্পর্কে শাস্ত্রী বলেন, “আগামী দিনে যদি ঘরের মাঠে টেস্ট সিরিজ় থাকত তা হলে হয়তো রোহিত খেলা চালিয়ে যাওয়ার কথা ভাবত। সেটা নেই। তাই আমার মনে হয় এই টেস্ট শেষে রোহিত লাল বলের ক্রিকেটে অবসর নেবে। ওর বয়স কমছে না। ৩৮ বছর বয়স হবে। ভারতের তরুণ ক্রিকেটার নেই এমন নয়। এই সময় দল তৈরি করতে হবে। কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সব কিছুরই একটা সময় আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.