সিনেমার গল্পকেও হার মানাবে পুলিশের এই রোমহর্ষক অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে মাঝির ছদ্মবেশে গঙ্গার বুক থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক আন্তঃরাজ্য অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল মালদহ জেলা পুলিশ। এই অভিযানে উদ্ধার হয়েছে পাঁচটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি।
ছদ্মবেশে পুলিশের দুঃসাহসিক অভিযান
মালদহ জেলা পুলিশের কাছে খবর ছিল যে, জলপথে একটি নৌকায় করে বড়সড় অস্ত্রের চালান মালদহের কালিয়াচকের চড়বাবুপুর গঙ্গার ঘাটে আনা হচ্ছে। অপরাধীদের হাতেনাতে ধরতে কালিয়াচক থানার পুলিশ এক অভিনব পরিকল্পনা করে। পুলিশের একটি বিশেষ দল মাঝির ছদ্মবেশ ধারণ করে সাধারণ নৌকায় চেপে মাঝগঙ্গায় অবস্থান নেয়।
অস্ত্রবাহী নৌকাটি নির্দিষ্ট স্থানে পৌঁছলে পুলিশ সেটিকে ঘিরে ধরে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা তিনজনের মধ্যে দুজন গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। তবে নৌকা ও অস্ত্রসহ পুলিশের জালে ধরা পড়েন সাবির আলম (২১) নামে এক যুবক। ধৃত যুবক ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের খতিয়ান
পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার করেছে:
- ৫টি সেভেন এমএম (7.1 mm) পিস্তল
- ১০টি ম্যাগাজিন
- ২১ রাউন্ড তাজা গুলি
পরবর্তী পদক্ষেপ ও তদন্ত
মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ধৃত সাবির আলমকে জেরা করে এই চক্রের মূল পান্ডাদের হদিস পাওয়ার চেষ্টা চলছে। পলাতক অপর দুই অভিযুক্তের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মঙ্গলবার আদালতে তোলা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ অস্ত্র ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে কোনো বড় অপরাধ সংগঠনের উদ্দেশ্যে আনা হচ্ছিল। গঙ্গার এই জলপথকে পাচারকারীরা রুট হিসেবে ব্যবহার করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

