1/3ট্রেনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীদের বড়সড় সুখবর দিল ভারতীয় দল। যাঁরা অনলাইনে আইআরসিটিসির মাধ্যমে টিকিট বুকিং করে থাকেন, তাঁরা সেই সুবিধা পাবেন।
2/3রেলের তরফে জানানো হয়েছে, আইআরসিটিসির কোনও ইউজার আইডি থেকে মাসে যে সর্বাধিক ছ’টি টিকিট কাটা যেত, এখন তা বাড়িয়ে ১২ করা হচ্ছে। অর্থাৎ আইআরসিটিসির মাধ্যমে এক মাসে সর্বোচ্চ কত সংখ্যক টিকিট কাটা যাবে, তা দ্বিগুণ করা হল। যে ইউজার আইডির সঙ্গে আধার কার্ডের সংযোগ নেই, সেক্ষেত্রেই এই নিয়ম প্রয়োজ্য হবে।
3/3যে আইআরসিটিসির যে ইউজার আইডির সঙ্গে আধার কার্ডের সংযোগ আছে, সেগুলির ক্ষেত্রেও এক মাসে টিকিট বুকিংয়ের সর্বোচ্চসীমা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এতদিন মাসে ১২ টি টিকিট কাটা যেত। এখন সেটা বেড়ে হয়েছে ২৪।