দেশে করোনাভাইরাস নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। দীর্ঘদিন বাদে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসের ছোবলে একজন প্রাণ হারিয়েছে। তার চেয়েও আশঙ্কার কথা হল, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন প্রাণ হারিয়েছেন। যেহেতু মৃতের খেজুর রাস পানের ইতিহাস ছিল তাই শীতের মরসুমে খেজুর রস পান না করার অনুরোধ জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মহাপরিচালক তাহমিন শিরিন।
বুধবার সাংবাদিক সম্মেলনে আইইডিসিআরের পরিচালক জানান, গত বছর দেশে মোট তিনজনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা গিয়েছেন রাজশাহীর এক মহিলা। তিনি খেজুর রস পানে আসক্ত ছিলেন। নিপার সংক্রমণ থেকে বাঁচতে শীতের মরসুমে খেজুরের রস না পান করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দেশে বাদুড়ের লালা বা প্রস্রাবের মাধ্যমে নিপা ভাইরাস ছড়ায়। মানুষ যখন দূষিত কাঁচা খেজুরের রস পান করেন তখন ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মাধ্যমে পরিবারের বাকি সদস্যদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
অন্যদিকে, দীর্ঘদিন বাদে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের ছোবলে একজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে দেশে করোনায় এখনও পর্যন্ত ২৯ হাজার ৪৪১ জন প্রাণ হারালেন। নতুন করে আরও ২০ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরের প্রথম ১০ দিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০২ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ।