প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে অরিজিৎ সিং কি সত্যিই বিদায় নিচ্ছেন? সমাজমাধ্যমে শিল্পীর একটি পোস্টকে কেন্দ্র করে যখন লক্ষ লক্ষ অনুরাগীর মন খারাপ, তখন বিষয়টি সম্পর্কে বিন্দুমাত্র অবগত ছিলেন না তাঁর বোন তথা সঙ্গীতশিল্পী অমৃতা সিং। একটি গান রেকর্ডিংয়ের সময় সংবাদমাধ্যমের কাছ থেকে প্রথম এই খবর শোনেন তিনি।
“দাদার সিদ্ধান্তই শেষ কথা”
দাদার এই আকস্মিক ঘোষণা প্রসঙ্গে অমৃতা অত্যন্ত সংযত ও শান্ত প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানান, অরিজিতের কোনো ব্যক্তিগত বা পেশাগত সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করা তাঁর সাজে না। অমৃতার কথায়, “দেখুন, আমি গান রেকর্ডিং করছিলাম। খবরটি কতটা সত্য বা এর প্রেক্ষাপট কী, তা যাচাই করার সুযোগ পাইনি। তবে এটা দাদার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি সবসময় তাঁর সিদ্ধান্তের মর্যাদা দিয়েছি, আজও দেব।”
একজন শিল্পী হিসেবে অমৃতার দৃষ্টিভঙ্গি
অরিজিৎ সিংয়ের মতো একজন মহাতারকা কেন কেরিয়ারের মধ্যগগনে থেকে এমন সিদ্ধান্ত নিতে পারেন? এই প্রশ্নের উত্তরে অমৃতা একজন শিল্পীর পরিপক্বতা নিয়ে বলেন, “একদিন না একদিন তো সবই ছাড়তে হবে। কোনো কিছুই চিরস্থায়ী নয়।” একজন শিল্পী হিসেবে তিনি হয়তো দাদার এই দর্শনের সঙ্গে সহমত, কিন্তু অনুরাগীদের মতো তাঁর কাছেও এই খবরটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
অনুরাগীদের মধ্যে শোরগোল
সারা দেশে অরিজিতের কোটি কোটি ভক্ত রয়েছেন। তাঁর গান ছাড়া বা সিনেমা থেকে অবসরের খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে বিষাদের ছায়া নেমে এসেছে। খবরটি নিছক জল্পনা নাকি এর পেছনে কোনো গভীর কারণ রয়েছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে বোন অমৃতার কথায় এটা স্পষ্ট যে, অরিজিৎ যা-ই সিদ্ধান্ত নিন না কেন, পরিবারের পূর্ণ সমর্থন তাঁর সাথেই রয়েছে।

