তামিলনাড়ুর তাঞ্জাভর থেকে সম্প্রতি এক বৃদ্ধাকে বন্দি অবস্থা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই ঘটনার একদিন পরই বৃদ্ধার দুই ছেলেকে গ্রেফতার করল পুলিশ। পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইনের ২৪ নং ধারার অধীনে দুই ছেলের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে। উদ্ধার হওয়া বৃদ্ধার নাম জ্ঞানজ্যোতি। তাঁর বয়স ৭২ বছর। তাঁর দুই ছেলেই ভালো চাকরি করলেও তাঁরা মাকে দেখেন না। শুধু তাই নয়। বৃদ্ধার মোটা অঙ্কের পেনশন আত্মসাৎ করার অভিযোগও উঠেছে এক ছেলের বিরুদ্ধে।
জানা গিয়েছে ধৃত ছেলেদের মধ্যে একজন পুলিশ ইনস্পেক্টর, নাম শানমুগাসুন্দরম। তিনি চেন্নাইতে কাজ করেন। অপর ধৃত ছেলে দূরদর্শনে ভালো পদে রয়েছেন। নাম ভেঙ্কটেসন। তিনি পাট্টুকোট্টাইতে থাকেন। এবার পুলিশ দুই ছেলেকে গ্রেফতার করার পর শানমুগাসুন্দরম অভিযোগ করেন যে তাঁর ছোট ভাই ভেঙ্কটেসন মায়ের মাসিক ৩০ হাজার টাকা পেনশন আত্মসাৎ করছে।
এদিকে সমাজ কল্যাণ বিভাগ অনুসারে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৭২ বছর বয়সি জ্ঞানজ্যোতিকে উদ্ধার করা হয়। নগ্ন অবস্থায় বাড়িতে পড়ে থাকা অবস্থায় জ্ঞানজ্যোতির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেটি দেখেই সমাজ কল্যাণ বিভাগকে ফোন করেছিলেন কেউ একজন। বর্তমানে জ্ঞানজ্যোতি তাঞ্জাভর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন।