মেটা (Meta) এই সপ্তাহে ইনস্টাগ্রামে (Instagram) কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘মেটা ভেরিফায়েড’ চালু করার কথা ঘোষণা করেছে। এটি একটি সাবস্ক্রিপশন পরিষেবা যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের যেকোনও একটি সরকারী আইডি দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে এবং একটি নীল ব্যাজ পেতে পারেন। এছারাও ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে অতিরিক্ত ছদ্মবেশ সুরক্ষা পেতে এবং কাস্টোমার কেয়ারে সরাসরি অ্যাক্সেস পাওয়ার সুযোগ দেয়। মার্ক জুকারবার্গ মেটা ব্রডকাস্ট চ্যানেলে শেয়ার করা একটি নতুন ঘোষণায় মেটার নতুন এই পণ্যের জন্য বিশদ বিবরণ দিয়েছেন।
মেটা ভেরিফাই ক্রিয়েটরদের জন্য ওয়েবে প্রতি মাসে ১১.৯৯ ডলার এবং iOS-এ প্রতি মাসে ১৪.৯৯ ডলারে শুরু হয়। প্রাথমিকভাবে, এই সপ্তাহে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে নতুন এই পরিষেবা চালু হবে। শীঘ্রই অন্যান্য দেশে প্রসারিত হবে এই পরিষেবা।