সুবর্ণরেখা নদীতে মকর স্নান করতে এসে ঘটল বিপত্তি। নদীর জলে তলিয়ে গেল এক স্কুল পড়ুয়া কিশোর। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুঠিঘাট এলাকায়।
জানা গিয়েছে, সূর্য পাল নামে গোপীবল্লভপুর ২ ব্লকের লাউপাড়া গ্রামের বছর ১৭-র কিশোর সোমবার দুপুরে চার বন্ধুর সঙ্গে মকর স্নান করতে এসেছিল কুঠিঘাটে সুবর্ণরেখা নদীতে। জানা গিয়েছে, নদীতে স্নান করার সময় সূর্য পাল ও তার এক বন্ধু সুবর্ণরেখার জলে তলিয়ে যেতে থাকে। তখন পাশে থাকা কয়েকজন তলিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু একজনকে উদ্ধার করা গেলেও মাধ্যমিক পরীক্ষার্থী সূর্য পালকে উদ্ধার করা যায়নি। ঘটনার খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এলাকাবাসীদের অভিযোগ, দুর্ঘটনা ঘটার প্রায় ২ ঘন্টা পরে আসে বিপর্যয় মোকাবিলা দল। তারা আসার পর যান্ত্রিক ত্রুটির কারণে উদ্ধার কাজ শুরু করতে আরো ঘন্টা খানেক লেগে যায়। শেষ পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা দাঁড় বেয়ে উদ্ধার কাজ শুরু করলেও সূর্যকে উদ্ধার করা যায়নি সন্ধে নেমে আসায়। তবে মকর সংক্রান্তির দুপুরের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।