এদিন রাজ্যে পেট্রলের সর্বোচ্চ ১.২৮ টাকা দাম বেড়েছে আলিপুরদুয়ারে। সেখানে লিটারপিছু পেট্রলের দাম হয়েছে ১১৩.৪০ টাকা। তাছাড়া এই জেলায় ডিজেলের দাম বেড়েছে ১,২১ টাকা। এর জেরে এখানে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৮.১৪ টাকা।
এদিন কলকাতায় পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে ১১২.১৯ টাকা হয়েছে। ডিজেলের দাম শহরে বেড়েছে ৮০ পয়সা। এর জেরে লিটারপিছু ডিজেল আজ শহরে বিকোবে ৯৭.০২ টাকায়।
মুম্বইতে পেট্রল এবং ডিজেলের দাম ৮৫ পয়সা করে বেড়েছে। পেট্রল এবং ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৭.৫৭ এবং ১০১.৭৯ টাকা হয়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম ৭৬ পয়সা বেড়ে হয়েছে ১০৮.২১ টাকা এবং ডিজেল হয়েছে ৯৮.২৮ টাকা।
তাছাড়া রাজধানী দিল্লিতে আজ পেট্রল-ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা করে। সেখানে পেট্রেলর দাম বেড়ে হয়েছে ১০২.৬১ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯৩.৮৭ টাকায়।
প্রায় ১৩৭ দিন অপরিবর্তিত থাকার পর ২২ মার্চ পেট্রল এবং ডিজেলের দাম বাড়ানো হয় দেশে। তারপর থেকে গত ১২ দিনের মধ্যে ১০ দিন পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে। এই সময়ে প্রতি লিটারে প্রায় ৭.২০ টাকা বেড়েছে জ্বালানির দাম।