গঙ্গাবক্ষে দোল উৎসব পালন করলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। তার সঙ্গে চলছে ‘খেলা হবে’ গান। ঢাক-ঢোল বাজিয়ে মদন মিত্র দোল উৎসব পালন করছেন। তাঁর সঙ্গে রয়েছেন তিন বিজেপি প্রার্থী তথা পায়েল সরকার, শ্রাবন্তী এবং তনুশ্রী। তনুশ্রী বলেন, “আজকের দিনে কোনও রাজনীতি নয়, শুধুই দোল খেলা। খুব ভাল লাগছে।” শ্রাবন্তী বলেন, “বুরা না মানো হোলি হ্যায়। খুবই আনন্দ করছি।”
১৪৫ জন মৃত বিজেপি কর্মীর মৃত্যুর পরেও উনারা কি করে এই কাজ করলেন তা নিয়ে নেটিজেনরা অত্যন্ত অসন্তুষ্ট।
প্রশ্ন হল :
১. ভোটের মুখে এই তিনজনকে ডাকলেও বাকিরা কোথায় ?
২. গত পরশু প্রাক্তন আইজি বলছিল , মোদির বাংলাদেশ সফর ভোটের মুখে কোনো নিউজ চ্যানেলের কভার করা উচিৎ নয়, নিবার্চন কমিশন জবাব চান! তাহলে আজকে একটা অরাজনৈতিক অনুষ্ঠানে বিশেষ রাজনৈতিক দলের বিশেষ গান গাওয়া ইত্যাদিও তো ইনডিরেক্টলি অবাপের ওই দল সমর্থনের সমান। নির্বাচন কমিশন এবার জবাব চাইবে না?
প্রসঙ্গত টলিউড এবং থিয়েটার জগতের একাংশ মদন মিত্র দ্বারা কন্ট্রোল হয়ে থাকে।