পাকিস্তানকে (Pakistan) হারিয়ে ইতিহাস তৈরি করেছে আফগানিস্তান (Afghanistan)। আফগানদের এই জয়ের পিছনে এক ভারতীয়র অবদান রয়েছে বলে মনে করেন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হয়ে প্রশ্ন করতে পারেন কে এই ভারতীয়? তিনি অজয় জাদেজা।
বিশ্বকাপের মধ্যেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে আফগানিস্তানের মেন্টর ঘোষণা করা হয়েছিল। সেই জাদেজাকেই যাবতীয় কৃতিত্ব দিয়ে শচীন বলছেন, ”এখনও পর্যন্ত এই বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্সকে অসাধারণ বললেও অত্যুক্তি করা হবে না। ব্যাট হাতে তাদের শৃঙ্খলা, মানসিকতা এবং উইকেটের মাঝে আগ্রাসী দৌড় প্রমাণ করছে প্রচুর খেটেছে আফঘানিস্তান। এবং এটা সম্ভব হয়েছে অজয় জাদেজার প্রভাবের জন্য। শক্তিশালী বোলিং আপ নিয়ে ইংল্যান্ড, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে ম্যাচ জয় বলে দিচ্ছে এ এক নব্য আফগানিস্তানের উত্থান।”
টিম ইন্ডিয়ার কাছে হারের পরই অস্ট্রেলিয়ার (Australia) কাছে উড়ে যায় পাকিস্তান। আফগানিস্তানের (Afghanistan) কাছেও হার মেনেছে বাবর আজমের দল। ৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
খেলোয়াড় জীবনেও অজয় জাদেজা বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতেন।
১৯৯৬ বিশ্বকাপে বেঙ্গলুরুতে পাকিস্তানের বিরুদ্ধে স্লগ ওভারে জাদেজার ঝড় তোলা সবার মনে রয়েছে। সেই জাদেজাকে আফগানিস্তানের মেন্টর ঘোষণা করা হয়েছিল। জাদেজার অন্তর্ভুক্তিতে যে আফগানিস্তান বদলাতে শুরু করেছে তা প্রমাণিত এবারের বিশ্বকাপেই।