“আগামীকাল গেরুয়া সুনামী দেখা দেবে কলকাতায়। গোটা শহর স্তব্ধ হয়ে যাবে।“ মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
তিনি বলেন, কাল গোটা শহরে গেরুয়া পতাকা উড়বে। সভায় থাকার জন্য ইতিমধ্যে জেলা থেকে সমর্থকরা আসতে শুরু করেছে। রাতে অনেকে আসবে। জেলা নেতারা সমানে ফোন করছেন। বলছেন, এত লোক আসতে চাইছে, আমরা ব্যবস্থা করতে পারছি না।
জেলা থেকে আসার সময় পুলিশি বাধা পেলে কী করা হবে? এই প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, দেখুন, নবান্ন অভিযানের সময় আমরা পুলিশি বাধা পেয়েছিলাম। আমাদের বলা হয়েছিল, পুলিশি অনুমতি না থাকায় বাধা দেওয়া হয়েছিল। এবার তো মহামান্য আদালতের রায়। বাধা দিলে সেটা আদালত অবমাননা হবে। আমরা আদালতে যাব।
সুকান্তবাবু বলেন, বিজেপি সমর্থকরা সভায় আসার পথে ‘তৃণমূল কংগ্রেসের গুণ্ডা, বদমাসরা হঠাৎ করে অ্যাডভেঞ্চার করতে এলে আমাদের দলীয় কর্মীরা উপযুক্ত জবাব দেবে। কর্মীরা যে মুডে আছে! যাই হোক, মাঝখানে হিমালয় পর্বতও যদি চলে আসে, ওরা আসবেই।
ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশ্ন করলে সুকান্তবাবু তাঁর দুপাশে বসা দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, একটু দূরে দাঁড়ানো বিধায়ক লক্ষণ ঘোড়ুই— এঁদের নাম করে বলেন, এঁরা কাজ ভাগ করে সব দেখছেন। আমি সার্বিকভাবে দেখলাম। এটা একটা দলগত উদ্যোগ। এর ফল আপনারা কাল দেখবেন।