কলকাতা পুরসভা এলাকায় ফুটপাত দখলের সমস্যা দীর্ঘদিনের। বহু এলাকায় বেআইনিভাবে ফুটপাত দখল করে রয়েছে বহু দোকান। যার ফলে ফুটপাতে হাঁটতে গিয়ে সমস্যায় পড়তে হয় পথযাত্রীদের। সেই কথা মাথায় রেখে এবার ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। বিশেষ করে লেক গার্ডেন্স লর্ডসের মোড় সহ বেশ কিছু এলাকায় ফুটপাত দখল করে বেআইনিভাবে যেসব দোকান চলছে কলকাতা পুরসভা তা উচ্ছেদ করতে উদ্যোগী হয়েছে।
পুরসভা সূত্রে খবর, লর্ডসের মোড়ের কাছে যে ক্যাফেটেরিয়া রয়েছে আসলে সেটি ফুটপাত বেআইনিভাবে দখল করে রয়েছে। এই ক্যাফেটেরিয়ার ভেতরে রয়েছে সবুজ গাছগাছালি এবং সুন্দর টেবিল। কিন্তু, আদতে এই ক্যাফেটেরিয়া বেআইনিভাবে ফুটপাত দখল করে রয়েছে বলেই জানাচ্ছেন পুরসভার আধিকারিকরা। গতকাল বৃহস্পতিবার এই এলাকা পরিদর্শন করেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমার। তাঁর সঙ্গে ছিলেন ৯২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস এবং পুরসভার অন্যান্য আধিকারিকরা। তাঁরা সমস্ত কিছু খতিয়ে দেখে ফুটপাত দখলমুক্ত করার জন্য রেস্তোরাঁর মালিককে নির্দেশ দিয়েছেন।
শুধু লর্ডসের মোড়ই নয়, লেক গার্ডেন্সের দুই পাশে ফুটপাতে বেআইনিভাবে রয়েছে বহু দোকান। সেই সমস্ত এলাকাও এদিন ঘুরে দেখেন বিধায়ক এবং পুরসভার অন্যান্য আধিকারিকরা। পথযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সেই সমস্ত দোকানগুলোকেউ দ্রুত ফুটপাত দখলমুক্ত করতে বলেছেন মেয়র পারিষদ।