মেদিনীপুরে জাতীয় ভোটার দিবস পালন

বুধবার সারাদেশের সঙ্গে অবিভক্ত মেদিনীপুর জেলার তথা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। তিন জেলাতেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের অফিসে অনুষ্ঠান হয়, উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েষা রানি এ, অতিরিক্ত জেলাশাসক লক্ষ্মণা পেরুমল, জেলা পরিষদের সচিব মনমোহন ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন ভোটার দিবস উপলক্ষে হওয়া নানারকম প্রতিযোগিতায় সফলদেরও পুরস্কৃত করা হয়।

পশ্চিম মেদিনীপুর জেলায় এতদিন মোট ভোটারের সংখ্যা ছিল ৩৮ লক্ষ ৯০ হাজার ৯৮৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ছিল ১৯ লক্ষ ৬৫ হাজার ৫৮৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ছিল ১৯ লক্ষ ২৫ হাজার ৪৯ জন। তবে এবছর জেলায় মোট ভোটার বেড়েছে প্রায় ৫০ হাজার। এবছর জেলায় মোট ভোটারের সংখ্যা ৩৯ লক্ষ ৪১ হাজার ৭৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৯ লক্ষ ৮৯ হাজার ৯৮১ এবং মহিলা ভোটার ১৯ লক্ষ ৫১ হাজার ৭৫৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.