এবার টার্গেট চাঁদে মানুষ পাঠানো! বিজ্ঞানীদের এই মিশন শেষ করার লক্ষ্য নির্ধারণ করে দিলেন প্রধানমন্ত্রী মোদী

এবার শুধু আর চন্দ্রযান পাঠানো নয়, এবার একেবারে মানুষকে চাঁদে পাঠাবে ভারত। কবে এই মিশন হবে তার লক্ষ্য নির্ধারণ করে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্য ধরেই পরিকল্পিতভাবে এগিয়ে যাবে ইসরোর বিজ্ঞানীরা।

সফল চন্দ্রযান ৩ অভিযানের পর, মহাকাশ গবেষণার জগতে ভারতের নাম এখন উজ্জ্বল তারার মতো। ইতিমধ্যেই সৌর অভিযানেও নেমে পড়েছে ভারত। তবে ভারতের এবারের লক্ষ্য দেশের কোনো মানুষকে অর্থাৎ কোনো ভারতীয়কে চাঁদে পাঠানো। সেক্ষেত্রে ভারত আদৌ সফল হবে কিনা বা কতটা সফল হবে সেটা সময় বলবে। কিন্তু মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গবেষণার নানা দিক খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। গগনযান মিশনের নানা দিক নিয়ে সেই বৈঠকে আলোচনা হয়। একইসঙ্গে চাঁদে প্রথম ভারতীয় পাঠানোর ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পিএমও থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানাগেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতের এবার উচিৎ নতুন লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষাকে পূরণ করার দিকে এগিয়ে যাওয়া। এক্ষেত্রে প্রধানমন্ত্রী মূলত দুটি বিষয়কে প্রকাশ করতে চেয়েছেন। একটি হল ভারতীয় অন্তরীক্ষ স্টেশন বা ইন্ডিয়ান স্পেস স্টেশনকে ২০৩৫ সালের মধ্যে বাস্তবায়িত করা। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন ২০৪০ সালের মধ্যে ভারতবর্ষের কোনো নাগরিক অর্থাৎ কোনো ভারতীয়কে চাঁদে পাঠাবে ভারত।

এছাড়াও সংবাদ সংস্থা সূত্রে খবর, বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভেনাস অরবিটের মিশন ও মার্স ল্যান্ডারকে বাস্তবায়িত করার লক্ষ্যে উদ্যোগ নিতে হবে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে গগনযান মিশনের নানা দিক নিয়ে ডিপার্টমেন্ট অফ স্পেস প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে। প্রধানমন্ত্রীর সামনে বিজ্ঞানীরা একাধিক মিশনের নানা দিক সম্পর্কে তুলে ধরেছেন। হিউমান রেটেড লঞ্চ ভেহিকেলও সিস্টেম কোয়ালিফিকেশনের নানা দিক নিয়ে বৈঠকে কথাবার্তা হয়েছে। ২০টি বড় পরীক্ষা, তার মধ্যে তিনটি হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল নিয়েও কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, এই বৈঠকে মিশনের প্রস্তুতি নিয়ে মূল্যায়ন করা হয়েছে। ২০২৫ সালের মধ্যে এই মিশনকে বাস্তবায়িত করার ব্যাপারে নিশ্চিত করতে বলা হয়েছে।

তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ। ২০৪০ সালের মধ্যে মিশনকে সফল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই মিশন যদি বাস্তবে সফল হয়, তবে গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানে মাইল ফলক তৈরি করবে ভারত। চন্দ্রযান নিয়ে সফলতার পর থেকে নতুন উৎসাহে মহাকাশের নানা-অজানা দিক সম্পর্কে জানার জন্য ঝাঁপিয়ে পড়েছেন ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। এবার টার্গেট চাঁদে ভারতীয়কে পাঠানো, আর তার দিন গোনা শুরু হলো আজ থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.