শারীরিক প্রতিবন্ধকতা বাধা নয়, আর্থিক সংকট বড় প্রতিবন্ধকতা ঝালদা থানার বিরুডি গ্রামের বাসিন্দা প্রেম মন্ডলের। হুইল চেয়ারে বসেই পরীক্ষা দিল প্রেম। সে ইচাগ হাই স্কুলের ছাত্র একজন প্রতিবন্ধী ছাত্র। ঝালদা থানার মারু মসীনা বানসা হাই স্কুলে তার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। আজ প্রথম বাংলা পরীক্ষা দিয়ে বেরিয়ে ভালোই হয়েছে বলে জানায়। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার।
প্রেম মন্ডলের বাবা হরিভজন মন্ডল জানান, ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী। হুইল চেয়ারেই ভরসা আজ হুইল চেয়ারে বসেই পরীক্ষা দিল আর পাঁচজন ছাত্র ছাত্রীর মতো। ছেলের পড়াশোনার ইচ্ছে খুব। তাই চিন্তা হচ্ছে তার উচ্চ শিক্ষা কিভাবে সামলাবো কারণ আমার গ্রামের একটা ছোট্ট দোকানের উপার্জনের উপরই নির্ভরশীল গোটা পরিবার।
শারীরিক প্রতিকূলতা দূরে সরিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা কি কাটিয়ে উঠবে প্রেম মন্ডল? প্রশ্নের উত্তরের অপেক্ষায় লাগবে সময়।