সোমবারই রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন। সেই মতই মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে পুরভোট নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশন সূত্রের খবর, শুধুমাত্র কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোটে আপত্তি জানিয়েছেন রাজ্যপাল। এই দুটি পুরসভায় কেন আলাদা করে ভোট হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। তিনি রাজ্যের সমস্ত পুরসভায় ভোট করার জন্য নির্বাচন কমিশনকে বলেছেন। সূত্রের খবর, পুরভোট নিয়ে আজকেই বিজ্ঞপ্তি জারি করছে না নির্বাচন কমিশন। কারণ আগামিকাল কলকাতা হাইকোর্টে পুরভোট নিয়ে মামলা রয়েছে। তারপর এই বিজ্ঞপ্তি জারি নিয়ে সিদ্ধান্ত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।