Nortje hit by spider cam: মাঠে নরখিয়াকে সজোরে ধাক্কা স্পাইডার ক্যামের, পড়ে গেলেন ধড়াম করে, ভাইরাল ভিডিয়ো

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে উদ্ভট ঘটনা ঘটল। ম্যাচের মধ্যেই সজোরে এনরিখ নরখিয়াকে ধাক্কা মারে একটি স্পাইডার ক্যামেরা। তার জেরে উলটে পড়ে যান দক্ষিণ আফ্রিকার তারকা। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।

মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের পরে ব্যাকওয়ার্ড-স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন নরখিয়া। ৪৭ তম ওভারের শেষে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথকে কিছু দিতে মাঠে আসেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার। তারইমধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ব্যাকওয়ার্ড-স্কোয়ার লেগের কাছে হাঁটছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার নরখিয়া। আচমকা তাঁকে ধাক্কা মারে সরকারি সম্প্রচারকারী সংস্থার একটি স্পাইডার ক্যাম।

স্পাইডার ক্যামের ধাক্কায় মাঠে পড়ে যান দক্ষিণ আফ্রিকার তারকা পেসার। যিনি মধ্যাহ্নভোজের পর একটি স্পেলে দুর্দান্ত বোলিং করেন। তবে সৌভাগ্যবশত নরখিয়ার বড়সড় কোনও আঘাত লাগেনি। স্পাইডার ক্যামে ধাক্কা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই উঠে বসে পড়েন নরখিয়া। তারপর কিছুটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। দু’হাত তুলে কিছুটা বলতে দেখা যায় প্রোটিয়া পেসারকে। সেই উদ্ভট ঘটনার পর নরখিয়া কেমন আছেন, তা দেখে আসেন স্মিথ।

সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তারইমধ্যে অন্য একটি দিক থেকে ওই ঘটনার ভিডিয়ো দেখায় সরকারি সম্প্রচারকারী সংস্থা। ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, খেলোয়াড়দের মাথার উপর ঘুরছিল স্পাইডার ক্যাম। কিন্তু সেটা আচমকা অনেকটা নীচে নেমে আসে। সেইসময় পিছন থেকে এসে ওই স্পাইডার ক্যাম ধাক্কা মারে।

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট

আপাতত বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেটে ৩৮৬ রান। ক্রিজে আছেন অ্যালেক্স ksরি (২২ বলে নয় রানে অপরাজিত) এবং ট্র্যাভিস হেড (৪৮ বলে ৪৮ রান)। নিজের শততম টেস্টে ২০০ রান করার পর রিটায়ার্ড হার্ট হন ডেভিড ওয়ার্নার। আপাতত ১৯৭ রানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট পেয়েছেন নরখিয়া এবং কাগিসো রাবাদা। ১৬ ওভারে ৫০ রান দেন নরখিয়া। ১৮ ওভারে ৯৪ রান দিয়েছেন রাবাদা। বাকি বোলাররা কোনও উইকেট নিতে পারেননি। রান-আউট হয়ে যান মার্নাস ল্যাবুশেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.