শীঘ্রই ধোঁয়ার চাদরে ঢেকে যাবে উত্তর ভারত, ছবি দেখিয়ে দাবি করল NASA

1/5প্রতি বছরের ঘটনা এটি। ফলন তুলে নেওয়ার পরে খেতে অবশিষ্ট খড়ের গাদা জ্বালিয়ে দেওয়া হয়। আর সেই ধোঁয়ার কুপ্রভাব দেখা যায় উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT_PRINT)

হরিয়ানা এবং পঞ্জাবের বেশ কয়েকটি খেতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই কাজ। নাসার উপগ্রহ চিত্র বলছে, শীঘ্রই এই ধোঁয়া গ্রাস করবে উত্তর ভারতের আকাশ। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/5হরিয়ানা এবং পঞ্জাবের বেশ কয়েকটি খেতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই কাজ। নাসার উপগ্রহ চিত্র বলছে, শীঘ্রই এই ধোঁয়া গ্রাস করবে উত্তর ভারতের আকাশ। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
পঞ্জাব বার্ষিক ২০ মিলিয়ন টন ধানের খড় উৎপন্ন করে। সাধারণত একই খেতে পরবর্তী ফসলের জন্য মাঠ পরিষ্কার করতে আগুন জ্বালানো হয়। প্রতি বছর অক্টোবর-নভেম্বরে এই কাজ করা হয়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
3/5পঞ্জাব বার্ষিক ২০ মিলিয়ন টন ধানের খড় উৎপন্ন করে। সাধারণত একই খেতে পরবর্তী ফসলের জন্য মাঠ পরিষ্কার করতে আগুন জ্বালানো হয়। প্রতি বছর অক্টোবর-নভেম্বরে এই কাজ করা হয়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
এই ধোঁয়াই বায়ুপ্রবাহের সঙ্গে উড়ে আসে দূর-দূরান্তে। ধোঁয়াশায় ছেয়ে যায় জনবসতি এলাকা। বায়ুদূষণের মাত্রা এমনই দাঁড়ায় যে দিনের বেলাই সন্ধ্যের মতো অন্ধকার হয়ে আসে। কাশি, চোখ জ্বালার মতো পরিস্থিতি তৈরি হয়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
4/5এই ধোঁয়াই বায়ুপ্রবাহের সঙ্গে উড়ে আসে দূর-দূরান্তে। ধোঁয়াশায় ছেয়ে যায় জনবসতি এলাকা। বায়ুদূষণের মাত্রা এমনই দাঁড়ায় যে দিনের বেলাই সন্ধ্যের মতো অন্ধকার হয়ে আসে। কাশি, চোখ জ্বালার মতো পরিস্থিতি তৈরি হয়। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
শীঘ্রই ভারতের আকাশ ছেয়ে যাবে ধোঁয়ায়! দেখুন NASA-র ছবি
5/5শীঘ্রই ভারতের আকাশ ছেয়ে যাবে ধোঁয়ায়! দেখুন NASA-র ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.