কেএলও, গ্রেটার কোচবিহার সহ বিভিন্ন আন্দোলনে গ্রেফতার হয়ে সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছেন অধিকাংশ জন। বেশিরভাগ বন্দি সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও অনেকেই এখনো চাকরি পাননি বলে অভিযোগ উত্তরবঙ্গ রাজনৈতিক বন্দিমুক্তি কমিটি’র। সোমবার বিকেলে কমিটি সদস্য তথা বিভিন্ন আন্দোলনে গ্রেফতার হয়ে সংশোধনাগার থেকে ছাড়া পাওয়া ৪৬জনকে চাকরির দাবি তুলে জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি তুলে দেওয়া হল কমিটির তরফে৷
কমিটির তরফে সরোজ ঘোষ বলেন, “দাবি মানা না হলে আন্দোলন জারি থাকবে। বন্দিরা সমাজের মূল স্রোতে ফিরে আসলেও আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। এই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চাকরির দাবি তোলা হল। আশাকরি পুলিশ সুপার চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
এদিকে জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন,” স্মারকলিপি পেয়েছি, তাঁদের দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’