তখন বৃষ্টি হচ্ছে মুষলধারায়। রাস্তায় যৌন হেনস্থা শিকার হতে হল তরুণীকে। এরপর যখন থানায় অভিযোগ জানাতে গেলেন, তখন পুলিসের পাল্টা প্রশ্ন, ‘সন্ধে ৭টার সময় বাইরে ছিলেন কেন’? ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়।
জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি নয়ডার সেক্টর ৪৮ এলাকায়। ঘড়িতে তখন সাড়ে সাতটা। গতকাল, শনিবার সন্ধেয় প্রবল বৃষ্টির মধ্য়েই বাড়ির বাইরে বেরিয়েছিলেন তিনি। ব্যস্ত রাস্তায় রিলস বানাচ্ছিলেন। অভিযোগ, হঠাত্-এ এক ব্য়ক্তি এসে টান মেরে শর্টসটি ছিঁড়ে দেন। ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যান ওই তরুণী। পথ চলতি দুই মহিলার সাহায্যে কোনওরকমে রক্ষা পান তিনি।
নির্যাতিতা ওই তরুণী সিদ্ধান্ত নেন, থানায় অভিযোগ জানাবেন। সেইমতো পৌঁছে যান সেক্টর ৪৯-এর থানায়। তারপর? ওই তরুণীর দাবি, অভিযোগ নেননি থানায় কর্তব্যরত পুলিস আধিকারিকরা। উলটে তাঁকেই দোষারোপ করা হয়। জানতে চাওয়া হয়, সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে বেরিয়েছিলেনই বা কেন? অপমানে থানা থেকে বেরিয়ে যান ওই তরুণী।
থানা থেকে বেরিয়ে সিসিটিভি ফুটেজের খোঁজে আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছে যান তিনি। কিন্তু জানতে পারেন, আবাসনের অর্ধেকেরও বেশি ক্যামেরাই নাকি অচল! ফলে ওই তরুণীর সঙ্গে যা ঘটেছে, সেই ঘটনার কোনও প্রমাণও নেই। ভেঙে পড়েন ওই তরুণী। শেষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে গোটা ঘটনা তুলে ধরেন তিনি। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠেছে।
চাপের মুখে দোষ স্বীকার করে বিবৃতি দিয়েছে নয়ডা পুলিস। জানানো হয়েছে, ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। যত দ্রুত সম্ভব অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।