নেই যশস্বী, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওপেনার রোহিত-বিরাট, প্রথম একাদশে আর কারা?

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বাদ পড়লেন যশস্বী জয়সওয়াল। প্রথম একাদশে তিন জন পেসার নিয়ে খেলছে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে নেই কুলদীপ যাদবও।

বুধবার টস জিতলেন রোহিত। তিনি জানিয়ে দিলেন প্রথম একাদশে নেই যশস্বী। তখনই পরিষ্কার হয়ে যায় যে, ওপেন করবেন রোহিত এবং বিরাট। প্রথম একাদশে তাঁরা ছাড়া আর কোনও ওপেনার নেই। ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেল ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন। দলে রয়েছেন তিন পেসার। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং আরশদীপ সিংহকে দলে রাখা হয়েছে। স্পিন বিভাগ সামলাবেন জাডেজা এবং অক্ষর। ষষ্ঠ বোলারের দায়িত্ব থাকবে হার্দিক এবং শিবমের উপর।

টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। তিনি বলেন, “খুব ভাল প্রস্তুতি হয়েছে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতি কঠিন তবে আমরা পেশাদার ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে আমরা প্রস্তুতি ম্যাচ যে পিচে খেলেছিলাম, সেটার মতোই এই পিচ। তবে এখানকার পরিবেশ নিয়ে আমরা এখনও নিশ্চিত নই। তাই পরে ব্যাট করাই ভাল।”

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1798356347337232441&lang=en-gb&origin=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_edit%26id%3D1521915&sessionId=93b14285adf278398bb82f90bad143bd37c34611&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.