পাঁঠার মাংস রান্না করতে চাননি স্ত্রী। তা নিয়ে তুমুল অশান্তি হয় সংসারে। রাগের মাথায় স্ত্রীকে পিটিয়ে খুন করে ফেললেন তেলঙ্গানার যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
তেলঙ্গানার মহবুবাবাদ এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মালোথ কলাবতী (৩৫)। বাড়িতে পাঁঠার মাংস রান্না করা নিয়ে স্বামীর সঙ্গে বচসা হয়েছিল তাঁর। তিনি মাংস রান্না করতে চাননি। অভিযোগ, মুখের উপর স্বামীকে ‘না’ বলে দিয়েছিলেন। এর পর অশান্তি ক্রমে হাতাহাতি পর্যন্ত গড়ায়। ঝগড়া চলাকালীন যুবক তাঁর স্ত্রীকে প্রাণঘাতী আঘাত করেন বলে অভিযোগ। যদিও কী ভাবে খুন করা হয়েছে, তা এখনও বিশদে জানা যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মার খয়েই মহিলার মৃত্যু হয়েছে।
মৃতের মা থানায় জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, তাঁর কন্যাকে হেনস্থা এবং মারধর করেছেন জামাই। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দম্পতির প্রতিবেশীরা এই ঘটনায় হতবাক। সামান্য রান্নার কারণে ঝামেলা থেকে এত বড় কাণ্ড ঘটাবেন যুবক, বিশ্বাস করতে পারছেন না অনেকে। তবে ওই দম্পতির মধ্যে এর আগেও একাধিক বার অশান্তি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। নানা কারণে স্বামী-স্ত্রী ঝগড়া করতেন। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।