প্রত্যক্ষ বিদেশ বিনিয়োগের (এফডিআই) জন্য পুরোপুরি টেলিকম ক্ষেত্রের দ্বার খুলে দিল কেন্দ্র। ‘অটোমেটিক রুটেই’ সেই বিনিয়োগ করা যাবে। অর্থাৎ বিনিয়োগের জন্য ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) থেকে অনুমোদনের প্রয়োজন হবে না কোনও বিদেশি সংস্থা বা ভারতীয় সংস্থার।
বুধবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘আজ অটোমেটিক রুটের মাধ্যমে টেলিকম ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশ বিনিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যাবতীয় সুরক্ষাবিধি কার্যকর হবে।’ট্রেন্ডিং স্টোরিজ
তারইমধ্যে বুধবার আর্থিক ভারে জর্জরিত টেলিকম সংস্থাগুলিকে বড়সড় স্বস্তি দিয়েছে কেন্দ্র। টেলিকম সংস্থাগুলিকে চার বছরের মোরেটোরিয়াম প্রদানের উপর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ (এজিআর) এবং স্পেকট্রাম বাবদ যে টাকা বকেয়া আছে, তা ধরা হবে। সেই মোরেটোরিয়ামের উপর সুদ প্রদান করতে হবে। যা কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘টেলিকম ক্ষেত্রে ন’টি কাঠামোগত সংস্কার এবং পাঁচটি প্রক্রিয়াগত সংস্কারে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সেই সংস্কারের ফলে পুরো টেলিকম ক্ষেত্রের কাঠামো পালটে যাবে। যা টেলিকম ক্ষেত্রকে আরও গভীর ও বিস্তৃত করবে।’