প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, প্রথম দুই ডোজে যেই টিকা নেওয়া হয়েছিল, তৃতীয় ডোজেও সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই টিকাই দেওয়া হবে। তবে সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এই আবহে ‘প্রিকশন ডোজ’-এ ষাটোর্ধ্ব এবং কোভিড যোদ্ধাদের কোনও টিকা দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে টিকাকরণ শুরু হওয়ার কিছু আগেই। বৃহস্পতিবার আইসিএমআর-এর তরফে জানানো হয়, তৃতীয় ডোজে একই টিকা দেওয়া হবে নাকি মিক্সডড ভ্যাক্সিনেশন হবে, সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ১০ জানুয়ারির আগেই নেওয়া হবে।
এই বিষয়ে আইসিএমআর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব বলেন, ‘কোন ভ্যাকসিন কোন ব্যক্তিকে দেওয়া যেতে পারে তার পরিপ্রেক্ষিতে উপলব্ধ সমস্ত ডেটা বিশ্লেষণ করছি আমরা। এটি (টিকা) একই হতে চলেছে নাকি অন্য টিকা দেওয়া হতে চলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ১০ জানুয়ারির আগে আমাদের কাছে একই বিষয়ে স্পষ্ট সুপারিশ থাকবে। ওষুধ নিয়ন্ত্রক এবং জাতীয় টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI) বৈঠক করছে এবং সেই সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে।’ট্রেন্ডিং স্টোরিজ
তিনি আরও বলেন, ‘আমরা বিশদে আলোচনা করছি (কোন টিকাটি সতর্কতামূলক ডোজ হিসাবে দেওয়া হবে)। গতকাল, তার আগের দিন এমনকি আজকেও NTAGI-এর একাধিক বৈঠক করেছি এবং আমরা এই সতর্কতা ডোজের প্রয়োজনীয়না নিয়ে আলোচনা করছি… নিরাপত্তা এবং কার্যকারিতার ক্ষেত্রে কোন টিকা দেওয়া যেতে পারে, সেই আলোচনা চলছে।’