Nitric Oxide Nasal Spray to Treat Covid-19: এই গ্যাসটিতেই মরছে করোনার জীবাণু, নাক দিয়ে টেনে নেওয়ার ওষুধ এল ভারতের বাজারে

নাইট্রিক অক্সাইড (Nitric Oxid)। আপাতভাবে বিষাক্ত একটি গ্যাস। কিন্তু এটিই নাকি করোনার জীবাণুর বিরুদ্ধে দারুণ কাজে লাগছে। তবে কাঁচা নাইট্রিক অক্সাইড নিশ্চয়ই নয়। মানুষের শরীরের উপযোগী করে তৈরি করা হচ্ছে এই গ্যাসটি। তার সঙ্গে আরও কিছু উপাদান মিশিয়ে এটি ব্যবহার করা হচ্ছে করোনার চিকিৎসায়। এটি নিয়ে নানা মহলেই দীর্ঘ আলোচনা চলছে।

কানাডার SaNOtize Research & Development Corp নামের কোম্পানির সঙ্গে জোটবদ্ধভাবে বুধবার ভারতীয় ওষুধ কোম্পানি Glenmark pharmaceuticals বোতলবন্দি নাইট্রিক অক্সাইড নিয়ে এল বাজারে। ওষুধটির নাম FabiSpray।  নাকে ব্যবহার করার মতো স্প্রে আকারে বিক্রি হবে এটি। প্রাপ্ত বয়স্কদের করোনার চিকিৎসায় প্রয়োগ করা হবে এই ওষুধ। পাওয়া গিয়েছে অনুমোদন। ট্রেন্ডিং স্টোরিজ

মুম্বইয়ের ওষুধ কোম্পানিটি এই স্প্রে তৈরির অনুমোদন পেয়েছে Drugs Controller General of India (DCGI)-এর থেকে। কোম্পানিটির মুখপত্রে বলা হয়েছে, এই স্প্রে কোভিডের জীবাণু প্রতিহত করতে দারুণ কাজ করছে। ২৪ ঘণ্টায় প্রায় ৯৪ শতাংশ কমিয়ে দিচ্ছে viral load, ৪৮ ঘণ্টায় প্রায় ৯৯ শতাংশ।

ভারতের বাজারে আসা নতুন নাজাল স্প্রে। 
ভারতের বাজারে আসা নতুন নাজাল স্প্রে। 

তবে ফুসফুসে জমা কোভিডের জীবাণুর ক্ষেত্রে এটি কতটা কাজ করছে, তা নিয়ে এখনও পরীক্ষা চলছে। নাক-গলা বা আপার রেসপিরেটরিতে জমা কোভিডের জীবাণু এটি মেরে ফেলতে পারছে। সেখানে কোভিডের জীবাণুর বংশবৃদ্ধি আটকাতে পারছে। তাতে ফুসফুসে জীবাণুটির ছড়ানোর হার কমছে, সেটি অবশ্য পরীক্ষায় জানা গিয়েছে। 

সংস্থার কর্মকর্তা রবার্ট ক্রকার্ট জানিয়েছেন, এই ওষুধটি প্রাপ্ত বয়স্কদের কোভিডের চিকিৎসায় দারুণ কাজ করবে বলে তাঁদের আশা। পরীক্ষার মাধ্যমে ইতিমধ্যেই সে বিষয়ে নিশ্চিত হয়েছে তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.