শহরে চলছে ‘বইমেলা ২০২১’৷ শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি৷ তার আগেই পরের বছরের বই মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে আয়োজক কমিটি ৷ যা বই প্রেমীদের জন্য সুখবর৷
করোনার জেরে পিছিয়ে গিয়েছে কলকাতা বই মেলা (kolkata Book Fair)৷ কিন্তু বইপ্রেমী মানুষের কথা ভেবে, বই পাড়ার বহু প্রকাশক এগিয়ে এসে আয়োজন করেছে একটি বইমেলার৷ নাম দেওয়া হয়েছে ‘বইমেলা ২০২১’(BOIMELA 2021)৷ বইমেলার আয়োজক- বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটি (West bengal publishers coordination committee)৷ কোভিড বিধি মেনেই হচ্ছে এই বইমেলা৷
সাংবাদিক কুনাল ঘোষ জানালেন, বই ভালোবাসি তাই বই মেলায় এসেছি৷ একটু লেখার চেষ্টা করি৷ বইমেলায় বইপ্রেমী মানুষ যে এভাবে সারা দিবেন,সেটা বইমেলার আয়োজক কমিটিও ভাবেননি৷
উল্লেখ্য,‘বইমেলা ২০২১’উপলক্ষে সাংবাদিক তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের লেখা ‘রাধা-কৃষ্ণ’ বইটি প্রকাশিত হল৷
বই মেলা কমিটির আহ্বায়ক তথা দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর রূপা মজুমদার জানালেন,শুরুতেই বইপ্রেমীদের ঢল দেখে এবার আরও তিনদিন বাড়ানো হয়েছে৷ প্রথমে ঠিক হয়েছিল ২৮ -৩১ জানুয়ারি বইমেলা চলবে৷ পরে তা বাড়িয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়৷
পাশাপাশি আমরা আগামী বছরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি৷ অর্থাৎ ২০২২ সালেও বইমেলা হবে৷ তবে কোথায়,কত দিনের,কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি৷
প্রসঙ্গত,২৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বইমেলা উদ্বোধন হয় উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের হৃষিকেশ পার্কে৷ উপস্থিত ছিলেন মন্ত্রী সাধন পান্ডে,ইন্দ্রনীল সেন,অধ্যাপক সৌগত রায়,সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, সাংবাদিক কুণাল ঘোষ,কমিটির আহ্বায়ক তথা দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর রূপা মজুমদার ও উপদেষ্টা সমর নাগ সহ বিশিষ্টরা৷
প্রজাতন্ত্র দিবসে কলকাতায় এই বই মেলার সূচনা ও প্রচারে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল৷ বইমেলার ব্যানার ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয় একটি ট্রাম৷ ২৬ জানুয়ারি বিকেলে ধর্মতলায় টায়ার পার্ক থেকে যাত্রা শুরু করে ওই ট্রাম ট্যাবলো৷ প্রচার ট্রামের সূচনা উপলক্ষে ধর্মতলায় টায়ার পার্কে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়,শিল্পী শুভাপ্রসন্ন ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ এছাড়া বইমেলার আয়োজক কমিটির সদস্যরা৷ সুসজ্জিত ট্রামটির যাত্রাপথ ছিল ধর্মতলায় থেকে কলেজ স্ট্রিট বইপাড়ার পর্যন্ত৷ যাত্রাপথে ট্রামের মধ্যে চলে বইয়ের আড্ডা, নাচ ও গান ৷
কমিটির আহ্বায়ক তথা দেব সাহিত্য কুটিরের ডিরেক্টর রূপা মজুমদার জানালেন,প্রথম বারের বই মেলায় বিভিন্ন প্রকাশনার ৪৫ টি স্টল রয়েছে৷ এছাড়া আরও ৫০ টি লিটল ম্যাগাজিন স্টল৷ বইমেলার বাইরে রয়েছে ফুড স্টল৷ রোজ থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান,সাহিত্য নিয়ে আলোচনা৷