1/5পশ্চিমবঙ্গে ৭ নয়া জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩০।
2/5কোন সাতটি নয়া জেলা তৈরি হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুন্দরবন (দক্ষিণ ২৪ পরগনা), বসিরহাট (এখনও নামকরণ হয়নি, উত্তর ২৪ পরগনা), ইচ্ছামতী (উত্তর ২৪ পরগনা), রানাঘাট (নদিয়া), বিষ্ণুপুর (বাঁকুড়া), বহরমপুর (মুর্শিদাবাদ) এবং কান্দি (মুর্শিদাবাদ) জেলা তৈরি করা হবে।
3/5আপাতত পশ্চিমবঙ্গে ২৩ টি জেলা আছে। সেগুলি হল – আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া এবং কলকাতা।
4/5সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ নয়া সাতটি জেলার তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভালো প্রশাসনিক কাজের জন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5ছ’মাসের মধ্যে নয়া জেলা তৈরির কাজ শেষ হবে জানান মুখ্যমন্ত্রী।