1/3রাস্তায় অকারণে হর্ন বাজাচ্ছেন? তাহলে ১২,০০০ টাকা জরিমানা গুনতে হবে। নয়া ট্র্যাফিক নিয়মে এরকমই কড়া বিধি আছে।
2/3মোটর ভেহিকেলসের আইনের ৩৯/১৯২ ধারা অনুযায়ী, আপনি যদি প্রেশার হর্ন বাজাতে থাকেন, তাহলে আপনাকে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে। সেইসঙ্গে ১৯৪এফ ধারা অনুযায়ী, সাইলেন্স জোনে হর্ন বাজালে ২,০০০ টাকার চালান দিতে হতে পারে।
3/3হেলমেট পড়লেও জরিমানা দিতে হতে পারে: ১৯৪ডি এমভিএ নিয়ম অনুযায়ী, আপনি স্ট্রিপ না বেঁধে যদি হেলমেট পরে থাকেন, তাহলে ১,০০০ টাকা জরিমানা গুনতে হবে। সেইসঙ্গে বিআইসি মার্ক ছাড়া হেলমেট পরলেও গুনতে হবে জরিমানা। ১,০০০ টাকা জরিমানা দিতে হবে।