New Traffic Rules: নির্দিষ্ট লেনের বাইরে যাচ্ছে বাস, ট্রাক? এবার থেকে গুনতে হবে ১০,০০০ টাকা জরিমানা

1/4রাজধানীর অন্তত ১৫টি সড়কপথে বাস এবং পণ্যবাহী যানবাহনের জন্য থাকবে নির্দিষ্ট লেন। সেই লেন থেকে বের হলেই হবে ১০ হাজার টাকার জরিমানা। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT HT Photo/for representation only)

বুধবার প্রকাশিত এক নির্দেশিকায় এমনটাই জানিয়েছে দিল্লির কেজরিওয়াল সরকার। (ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস) (Gurpreet Singh/HT)
2/4বুধবার প্রকাশিত এক নির্দেশিকায় এমনটাই জানিয়েছে দিল্লির কেজরিওয়াল সরকার। (ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস) (Gurpreet Singh/HT)
দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাশ গাহলট বলেন বাস লেনগুলি কমনওয়েলথ গেমসের সময়কার মতো করে চিহ্নিত করা হবে। বাস এবং পণ্যবাহী যানবাহন চালকদের লেন ড্রাইভিং মেনে চলা নিশ্চিত করা হবে। এর জন্য একটি আলাদা করে অভিযান চালানো হবে৷ ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT PHOTO)
3/4দিল্লির পরিবহণ মন্ত্রী কৈলাশ গাহলট বলেন বাস লেনগুলি কমনওয়েলথ গেমসের সময়কার মতো করে চিহ্নিত করা হবে। বাস এবং পণ্যবাহী যানবাহন চালকদের লেন ড্রাইভিং মেনে চলা নিশ্চিত করা হবে। এর জন্য একটি আলাদা করে অভিযান চালানো হবে৷ ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস  (HT PHOTO)
সড়কপথে শৃঙ্খলা ও নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হবে। প্রতীকী ছবি : এপি/পিটিআই (AP/PTI)
4/4সড়কপথে শৃঙ্খলা ও নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হবে। প্রতীকী ছবি : এপি/পিটিআই (AP/PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.