অব্যবহৃত সরকারি জমি থেকে আয়ের ব্যবস্থা করতে নতুন PSU, ছাড়পত্র ক্যাবিনেটের

1/5ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন (NLMC) তৈরির অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এই সরকারি মালিকানাধীন সত্তা স্থাপনের ছাড়পত্র দেওয়া হয়। প্রতীকী ছবি : এএনআই (ANI )

New Delhi, Feb 24 (ANI): Prime Minister Narendra Modi chairs meeting of the Cabinet Committee on Security (CCS), in New Delhi on Thursday. (ANI Photo) (ANI)
2/5New Delhi, Feb 24 (ANI): Prime Minister Narendra Modi chairs meeting of the Cabinet Committee on Security (CCS), in New Delhi on Thursday. (ANI Photo) (ANI)
সরকারের দাবি, এই জমিগুলি এমনিই পড়ে রয়েছে। এর রক্ষণাবেক্ষণে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। বরং সেগুলি প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ বা বিলগ্নিকরণের মাধ্যমে তার থেকে হাজার হাজার কোটি টাকা আয় হতে পারে সরকারের। প্রতীকী ছবি : এএনআই (ANI)
3/5সরকারের দাবি, এই জমিগুলি এমনিই পড়ে রয়েছে। এর রক্ষণাবেক্ষণে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। বরং সেগুলি প্রয়োজন অনুযায়ী বিনিয়োগ বা বিলগ্নিকরণের মাধ্যমে তার থেকে হাজার হাজার কোটি টাকা আয় হতে পারে সরকারের। প্রতীকী ছবি : এএনআই (ANI)
এক অফিসিয়াল বিবৃতি অনুসারে NLMC ৫ হাজার কোটি টাকার প্রাথমিক অথরাইজড শেয়ার মূলধন এবং ১৫০ কোটি টাকার পরিশোধিত শেয়ার মূলধন নিয়ে কাজ করবে। উক্ত কাজে অভিজ্ঞ পেশাদারদের দ্বারা পরিচালিত হবে।  প্রতীকী ছবি : এএনআই (Arun Jasrotia)
4/5এক অফিসিয়াল বিবৃতি অনুসারে NLMC ৫ হাজার কোটি টাকার প্রাথমিক অথরাইজড শেয়ার মূলধন এবং ১৫০ কোটি টাকার পরিশোধিত শেয়ার মূলধন নিয়ে কাজ করবে। উক্ত কাজে অভিজ্ঞ পেশাদারদের দ্বারা পরিচালিত হবে।  প্রতীকী ছবি : এএনআই (Arun Jasrotia)
এর মানে অব্যবহৃত সরকারি জমি পেলেই তা বেচে দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। এ বিষয়ে সতর্ক করে দিলেন এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক। তাঁর ব্যাখ্যা, 'অ্যাসেট মনেটাইজ করা মানে সবসময় সরাসরি বিক্রি করে দেওয়া নয়। এর উদ্দেশ্য হল, কোনও সম্পদকে সর্বোচ্চ স্তরে কাজে লাগানো। সেটাকে লিজ দেওয়া যেতে পারে, অথবা অন্য কোনও ব্যবস্থাও করা হতে পারে। পরিস্থিতি ও সম্পদের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে।' ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5এর মানে অব্যবহৃত সরকারি জমি পেলেই তা বেচে দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। এ বিষয়ে সতর্ক করে দিলেন এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক। তাঁর ব্যাখ্যা, ‘অ্যাসেট মনেটাইজ করা মানে সবসময় সরাসরি বিক্রি করে দেওয়া নয়। এর উদ্দেশ্য হল, কোনও সম্পদকে সর্বোচ্চ স্তরে কাজে লাগানো। সেটাকে লিজ দেওয়া যেতে পারে, অথবা অন্য কোনও ব্যবস্থাও করা হতে পারে। পরিস্থিতি ও সম্পদের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে।’ ফাইল ছবি : পিটিআই (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.