New Cyclonic Storm: ‘ডানা’র পরেও রেহাই নেই! পরবর্তী ঝড়ের ভয়ংকর খবর দিল মৌসম ভবন…

ঝড় নিয়ে কী বলছে ভারতীয় মৌসম ভবন তথা ইন্ডিয়া মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট? গতকাল শুক্রবারই তারা এ নিয়ে পূর্বাভাস করেছে।

  

2/6

আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন

আগামী ৫ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরের দক্ষিণপশ্চিমে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে বলে আশঙ্কা তাদের! 

3/6

উপকূলের দিকে

এটি এর পরের চারদিন ধরে মোটামুটি একইরকম থাকবে। তবে তা ৯ নভেম্বর নাগাদ ধীরে ধীরে তামিল নাড়ুর উপকূলের দিকে যাবে।

  

4/6

‘ট্রাউ অব লো’

বলা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ‘ট্রাউ অব লো’ তৈরি হতে পারে। যার সঙ্গে দক্ষিণ-পশ্চিমে তৈরি হওয়া একটা লো প্রেসার এরিয়া থাকবে। তবে এটা তত তীব্র আকার ধারণ করবে না। ‘ট্রাউ’ হল নিম্নচাপপূর্ণ আবহাওয়া-বলয়ের একটি ব্যাপ্ত এলাকা, নিম্নচাপের কেন্দ্র থেকে যেটা ক্রমশ ছড়িয়ে পড়ে।

  

5/6

সাইক্লোজেনেসিস

আইএমডি ডায়নামিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেল সাইক্লোজেনেসিসের আশঙ্কার কথা বলেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু-কন্যাকুমারী-আন্দামান-শ্রীলঙ্কার উপকূলভাগে সাইক্লোজেনেসিসের ৩০ থেকে ৪০ শতাংশ আশঙ্কা আছে। 

  

6/6

১১০ কিমি প্রতি ঘণ্টা

ঝড় নিয়ে সকলেরই অবস্থা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়-এর মতো। আসলে কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় ডানা তাণ্ডব চালিয়ে গিয়েছে ওডিশায়। ভদ্রকের ধামরায় ১১০ কিমি প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়েছিল সেই ঝড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.