নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনে ‘ভোগপুর মনীষী স্মরণ সমিতি’র উদ্যোগে ভোগপুর বাজার সংলগ্ন স্থানে দেশনায়ক নেতাজী ও যুগনায়ক বিবেকানন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠান উপলক্ষে বিবেকানন্দ এবং নেতাজির প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ভোগপুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে দুই মনীষীকে অভিবাদন জানায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুখেন্দু শেখর জানা। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাব্রতী সমাজসেবী মীরাতুন নাহার, নেতাজী সুভাষচন্দ্রের আবক্ষ মূর্তি উন্মোচন করেন কোলাঘাট ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ।
এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবক্ষ মূর্তির শিল্পী অসিত সাঁই, ভোগপুর কেনারাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর মাইতি, পাঁশকুড়া জিআরপি’র ওসি অনিমেষ বাউরি প্রমুখ। স্বাগত ভাষণ দেন সমিতির যুগ্ম সম্পাদক সমীর সামন্ত। অনুষ্ঠানের প্রধান অতিথি মীরাতুন নাহার আজকের দিনে স্বামী বিবেকানন্দ এবং নেতাজির চরিত্রের নানান দিক তুলে ধরে যুবসমাজকে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ পরিবর্তনের লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান। দুই মনীষীর উপর মনোজ্ঞ আলোচনা ছাড়াও গান, আবৃত্তি, কুইজ, চলচ্চিত্র প্রদর্শনী, গীতিআলেখ্য প্রভৃতি অনুষ্ঠান হয়। সমিতির যুগ্ম সম্পাদিকা অঞ্জলি মান্না আজ এবং কাল নানা অনুষ্ঠানের মাধ্যমে যুগনায়ক এবং দেশনায়কের স্মরণ অনুষ্ঠানে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানান।