আবার অগ্নিকাণ্ডের শিকার ভারতীয় নৌসেনার এক যুদ্ধজাহাজের। মুম্বই ডক ইয়ার্ডে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট গোত্রের যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্রে সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর থেকে এক নৌসেনার খোঁজ মিলছে না বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে।
নৌসেনার তরফে জানানো হয়েছে, মুম্বই ডক ইয়ার্ডে ‘মাল্টিরোল ফ্রিগেট’ আইএনএস ব্রহ্মপুত্রের রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ চলছিল। সে সময়ই হঠাৎ যুদ্ধজাহাজটিতে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই আগুন। ঘটনার সময় থেকেই এক জুনিয়র অফিসারের খোঁজ মিলছে না।
ঠিক দু’বছর আগে, ২০২২ সালের ২১ জুলাই ভারতীয় নৌসেনার বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্যে অগ্নিকাণ্ডে এক নৌসেনা অফিসারের মৃত্যু হয়েছিল। তার আগে ২০১৯ সালের এপ্রিলে কারওয়ার বন্দরে ঢোকার মুখে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল আইএনএস বিক্রমাদিত্য। সেই ঘটনাতে মৃত্যু হয়েছিল নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহানের। চলতি দশকে আইএনএস কলকাতা, আইএনএস গঙ্গার মতো নৌসেনার একাধিক যুদ্ধজাহাজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।