ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভাল একাডেমিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর পর শুক্রবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। এতে মোট ৫১৯ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে রুবিন সিং। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আনুশকা অনিল বোর্দে ও বৈষ্ণবী গোর্দে।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ১০ এপ্রিল জাতীয় প্রতিরক্ষা একাডেমি এবং নেভাল একাডেমিতে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা পরিচালনা করেছিল। ইন্টারভিউ প্রক্রিয়া শেষে এখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ রাউন্ডে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে মোট ৫১৯ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। ইউপিএসসি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ রাউন্ডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করেছে। ইউপিএসসি জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষার ফলাফল মেধা তালিকায় অন্তর্ভুক্ত নয়। পরীক্ষা সম্পর্কিত আরও তথ্যের জন্য, প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।
ইউপিএসসি-এর মেধা তালিকায় প্রথম নাম রুবিন সিং-এর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আনুশকা অনিল বোর্দে ও বৈষ্ণবী গোর্দে। এর পরে আদিত্য বাসু রানা, সৌর্য রায়, ইশান্ত কোঠিয়াল, আকাশ কুমার, গৌরব সিং, আয়ুষ শর্মা এবং দশ নম্বরে রয়েছে আদর্শ রাই।