চলে গেলেন জাতীয় পুরস্কার জয়ী মারাঠী চিত্র পরিচালক সুমিত্রা ভাবে

 চলে গেলেন জাতীয় পুরস্কার জয়ী চিত্র পরিচালক সুমিত্রা ভাবে(৭৮)। দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে গত দুমাস ধরে তিনি ভর্তি ছিলেন। সোমবার সকালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি চলচ্চিত্র জগতে। ১৯৪৩ সালের ১২ জানুয়ারি পুনেতে জন্মগ্রহণ করেন সুমিত্রা ভাবে। ফার্গুসন কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। পুনে বিশ্ববিদ্যালয় থেকে তিনি পলিটিক্যাল ও সোশ্যাল সায়েন্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পলিটিক্যাল সায়েন্স ও সোসিওলজিতে। রুরাল ওয়েলফেয়ার নিয়ে ডিপ্লোমা করেন মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস থেকে। এরপরে বিভিন্ন সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। টানা দশ বছর পুনের কার্ভে ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সএ শিক্ষকতা করেন। পরে অন্য কাজে ওই সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। অল ইন্ডিয়া রেডিওতে মারাঠি সংবাদ সঞ্চালনার কাজও করেছেন।সুমিত্রা ভাবে হলেন সেই পরিচালক যিনি মারাঠি চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। তাঁর প্রথম সিনেমা একটি শর্ট ফিল্ম। নাম ‘বাই’। ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেটি পুরষ্কৃত হয়। ১৯৮৭ সালে তাঁর তৈরি ‘পানি’ নামের শর্ট ফিল্মও জাতীয় পুরস্কার পায়।তিনি মারাঠি চলচ্চিত্র নির্মাতা সুখথানকরের সঙ্গে জুটি বেঁধে একের পর ছবি মানুষকে উপহার দেন। দোঘি, জিন্দাবাদ জিন্দাবাদ, দোহাভি ফা, বাস্তুপুরুষ, দেবাই,নিতাই, এক কাপ চায়ে, বাধা, ঘো মালা আসলা হাভা, মোর দেখনে জঙ্গল মে , হা ভারত মাঝা , সমহিতা, অস্তু , কাসভ, চাকোরি, লাহা, ডি ফেসেজ অফ টুমোরো, গৌতমস মাদার, ভায়েস বরাবর, জিদ , বেওয়কত বারিস, কথা সারিতা,মাঝি সালা,ফির জিন্দেগী, সংবাদ, একলব্য, সহযোগ, সারসির মতো সেরা সেরা ছবি তিনি বানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.