দশেরার অনুষ্ঠানে যোগ দিয়ে রাম মন্দিরের প্রসঙ্গে টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলীলা ময়দানের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কয়েক শতাব্দী অপেক্ষার পর অযোধ্য়ায় রাম মন্দির তৈরি হচ্ছে। এটা আমাদের সৌভাগ্য। রাম মন্দিরের পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, জাতপাতের অভিশাপ থেকে আমাদের মুক্ত হতে হবে। দশেরার উদ্দেশ্য হওয়া উচিত দেশের প্রতিটি অশুভ জিনিসের উপরে দেশভক্তির জয়।
বিজয়া দশমী উপলক্ষ্যে দিল্লির রামলীলা ময়দানে রাবণ দহন অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানেই এক সমাবেশে রাম মন্দিরের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েক মাসের মধ্যেই অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। দেশে চাঁদে পা রেখেছে, নতুন সংসদ ভাবনের উদ্বোধন হয়েছে, সংসদে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে। এরকম শুভ কিছু ঘটনার মধ্য়েই রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে।
দেশের মানুষকে ১০টি প্রতিজ্ঞা করতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তার মধ্যে একটি হল অন্তত একটি পরিবারের পাশে দাঁড়ানো। এতে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। দেশের মানুষের উন্নতি হলে দেশও উন্নত হয়ে উঠবে। এর পাশাপাশি জল সংরক্ষণ করতে হবে, ডিজিটাল লেনদেন করতে হবে, স্বচ্ছতার প্রতি নজর দিতে হবে, দেশের পণ্য়ের ব্যাপারে সবর হতে হবে, প্রাকৃতিক চাষের উপরে জোর দিতে হবে।