জোড়া কর্মসূচী শহরে

জোড়া কর্মসূচী শহরে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজীর ১২৫ তম জন্মদিন উদযাপনে পদযাত্রা। অন্যদিকে, নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।  প্রায় ২০০০ এর বেশি পুলিস  মোতায়েন করা হবে। নজরদারি চালাতে ব্যবহার করা হবে ড্রোন। শহরে শুরু হয়েছে নাকা চেকিং। যে জায়গায় প্রধানমন্ত্রী যাবেন তার পাশে রাখা থাকবে  স্যান্ডবাঙ্কার। থাকবে কুইক রেসপন্স টিমও। 

নেতাজীর জন্মদিনে RCTC হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। এরপর ফোর্টউইলিয়ামের দক্ষিণ দিকের গেট থেকে হসপিটাল রোড  হয়ে জিরাট ব্রিজ পার করে ন্যাশেনাল লাইব্রেরি যাবেন। সেখান থেকে বেরিয়ে  ডি এল খান রোড হয়ে রবীন্দ্র সদন ক্রস করে ভিক্টোরিয়ায় প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আবার চলে যাবেন  RCTC তে। সেখানে থেকে ফিরে যাবেন তিনি। 

অন্যদিকে, কাল লকগেট ফ্লাইওভার দিয়ে কেবল দক্ষিণগামী গাড়ি চলাচল করবে। কিন্তু যখন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত হওয়া শুরু করবেন তৃণমূল সমর্থকরা, তখন থকে শ্যামবাজার হয়ে গাড়ি চলাচল বন্ধ করা হবে সেন্ট্রাল অ্যাভিনিউতে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ, যতীন্দ্র মোহন অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ পার করে পদযাত্রা পৌঁছবে এসপ্ল্যানেডে। এরপর সেখান থেকে পদযাত্রা এগিয়ে যাবে রাণি রাসমুণি অ্যাভিনিউ পার করে রেড রোডে পৌঁছবে। দুপুর একটার পর থেকে শুরু হবে কড়া নিরাপত্তা। দক্ষিণদিকে থেকে আসা ও সেই মুখী বাস গাড়িকে প্রথমে  গিরিশ পার্ক থেকে বিবেকানন্দ রোড  হয়ে এপিসি রোডে ঘুরিয়ে দেওয়া হবে। মিছিল কাছাকাছি চলে আসলে এক্সাইডে থেকেই ঘুরিয়ে দেওয়া হবে সমস্ত গাড়ি।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.