ভুটানের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে প্রতিবেশী দেশে গিয়েছেন তিনি। কূটনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সফর।
শুক্রবার ভুটানের রাজা তাঁকে ড্রাক গ্যালপো সম্মানে ভূষিত করলেন। সে দেশের সর্বোচ্চ অসামরিক এই সম্মানে সম্মানিত হওয়ার পর বক্তব্য রাখার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ আমার জীবনের খুব বড় দিন। আমাকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হলো। প্রতিটি পুরস্কারই বিশেষ, কিন্তু যখন অন্য দেশ থেকে পুরস্কার মেলে তখন বোঝা যায় দুটি দেশ সঠিক পথে চলেছে। প্রতিটি ভারতীয়র পক্ষ থেকে আমি পুরস্কার গ্রহণ করছি। এর জন্য অনেক ধন্যবাদ।
এরপর মোদী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ভুটানের রাজা জিগমে খেশার নামগিয়াল ওঢ়াংচিকু। তার আগে মোদীকে স্বাগত জানাতে তাঁরই লেখা গরবা গানের সঙ্গে নৃত্য প্রদর্শন করেন ভুটানের তরুণীদের একটি দল।
একটি শিশু হাসপাতালের উদ্বোধন করবেন মোদী। এই হাসপাতাল নির্মাণে ভুটান সরকারকে সাহায্য করেছে মোদী সরকার।
বৃহস্পতিবার দু’দিনের ভুটান সফরে যাওয়ার কথা ছিল মোদীর, কিন্তু আচমকা তা বাতিল হয়। বিদেশ মন্ত্রকের তরফের বিবৃতি দিয়ে জানানো হয় আবহাওয়ার অবনতির কারণে মোদীর ভুটান সফল বাতিল করা হচ্ছে। তবে বৃহস্পতিবারের বদলে শুক্রবার ভুটানে পৌঁছন প্রধানমন্ত্রী। তিনি দুদিন সেখানে থাকবেন।
সাম্প্রতিক সময়ে ভুটান সীমানায় চিনা সেনার তৎপরতা বেড়েছে। ফলে এই পরিস্থিতিতে মোদীর দু’দিনের ভুটানের সফর কূটনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ভুটানের মাটি থেকে সীমান্তবর্তী ভারতীয় অঞ্চল অসম ও উত্তরবঙ্গের জন্য বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী বলেও মনে করা হচ্ছে।